মধু মাসে
---------
মাষ্টার মোহাম্মদ সেলিম
( মাত্রাবৃত্ত-৪+৪+৪+৪)
মধু মাসে মধু ফল
দেহে বাড়ে বেশি বল।
আম, জাম, আনারস
যত চিপে তত রস।
লিচু আর গাব ফলে
বেশি খেলে দেহ জ্বলে।
যত খুশি খাও কলা
খুশি মনে যাবে চলা।
ভিটামিন কাঁঠালেতে
হয় বেশি পানি খেতে।
পেঁপে করে পেট ঠিক
পেয়ারার নানা দিক।
আপেল ও মাল্টায়
দেহ ঘড়ি পাল্টায়।
গরমেতে ডাব বেশি
ঠিক রাখে সব পেশি।
শ্লোগানটা অবিকল
রোজ রোজ খাও ফল।।
No comments:
Post a Comment