Sunday, 5 February 2023

Kobita7day.blogspot.com

একটি গোলাপ


এম আর মিঠু।

======================


তোমায় ভালোবেসে দিতে চাই একটি গোলাপ,

সাদা কিংবা লাল নয়, গাছ থেকে ছিঁড়েও নয়

নয় ক্রয় করা কোন বিক্রেতার।


তোমায় ভালোবেসে দিতে চাই একটি গোলাপ,

পাথরের কিংবা ঝিনুকের নয়,কাগজের তৈরিও নয়

নয় কোনো মাটির তৈরি নকশার।


তোমায় ভালোবেসে দিতে চাই একটি গোলাপ, 

যা শুকিয়ে যাবে না কখনো,যাবে না ভেঙে কিংবা ছিঁড়ে

পচে গিয়ে বাসা বাঁধবে না পোকামাকড়।


তোমায় ভালোবেসে দিতে চাই একটি গোলাপ,

যা ছুঁয়ে দেখতে পারবে না,পারবে শুধুই অনুভব করতে

যার প্রতিটি পাপড়ির মাঝেই পাবে খুঁজে আমার অস্তিত্ব।


 তোমায় ভালোবেসে দিতে চাই একটি গোলাপ,

 যা অনুভব করলেই উপলব্ধি করতে সক্ষম হবে—

 আমার আবেগ, আমার পাগলামি, আমার স্বপ্ন

 আমার সুখ, শান্তি ও না পাওয়ার চাওয়াময় ভালোবাসার।


তোমায় ভালোবেসে দিতে চাই একটি গোলাপ,

খুব কাছ থেকে নয়,তোমাকে বাধ্য করেও নয়

নয় প্রকাশে কিংবা ছলনায়!


তোমায় ভালোবেসে দিতে চাই অন্তর নামক চঞ্চলময় অশান্ত অনুভূতির একটি গোলাপ!

যা প্রতিটি ঋতুতেই ফুটন্ত একবার, শুধু একবার উপলব্ধি করতে শেখো- খুঁজে পাবে আমায়।




No comments:

ডাকবাক্স

প্রিয় (এস), -এম আর মিঠু। অবশেষে শহর ছাড়ছি। কোথায় যাব ঠিক করিনি। তোমার কথা মনে হলেই বারবার মনখারাপি এসে হানা দিচ্ছে দুয়ারে। আচ্ছা, হারিয়ে যাও...