Saturday, 4 February 2023

ছন্দালয়

 

খুব মনে পড়ে


- এম আর মিঠু।

_____________________

আজও তোমায় মনে পড়ে প্রিয়,
খুব বেশি মনে পড়ে।
আঁধার রাতের মিটিমিটি তাঁরাদের দেখে
তোমার কথা খুব মনে পড়ে।


বর্ষার ঐ মাতাল করা হাওয়া যখন গায়ে এসে লাগে ,
তোমায় তখন খুব মনে পড়ে।
খোলা জানালা দিয়ে যখন বৃষ্টির হালকা পরশ আমার গায়ে লাগে,
ঘুমন্ত অনুভূতিগুলো তখন আবার জেগে ওঠে,
আর তোমার কথা হৃদয়ের মাঝে জাগে।


আজও যখন তোমার দেওয়া আদ্রিতা রঙের পাঞ্জাবীটার দিকে তাকাই,
তোমার স্মৃতিগুলো আমার নয়ন ভেজায়।

মাঝরাত্রিতে যখন ভয়ঙ্কর কোন দুঃস্বপ্নে আমার ঘুম যায় ভেঙ্গে যায় ,
তখন এ হৃদয় শুধুই তোমার ছায়া খোঁজে।

কেন  দূরত্ব চলে গেলে এই অবেলায়?
তোমার প্রতিটি স্মৃতি যে আজও আমায় কাঁদায়।
ওপারেতে কি খুব সুখে থাকবে তুমি?
কি করে বাঁচবো বলো তোমায় ছাড়া আমি?

আজও আমি তোমায় খুব ভালবাসি
তোমায় এ বুকে যতনে গেঁথে রাখি।
পারব না কভু থাকতে তোমায় ভুলে
প্রিয় তোমায় আজও খুব মনে পড়ে।

No comments:

ডাকবাক্স

প্রিয় (এস), -এম আর মিঠু। অবশেষে শহর ছাড়ছি। কোথায় যাব ঠিক করিনি। তোমার কথা মনে হলেই বারবার মনখারাপি এসে হানা দিচ্ছে দুয়ারে। আচ্ছা, হারিয়ে যাও...