নীল আকাশের মেঘ
এম আর মিঠু।
===================
নীল আকাশের মেঘ তুমি
আকাশের নীলে নীলে ভাসো,
রোদ্র ছায়ার খেলায় তুমি
মাঝে মাঝে অদ্ভুত হাসা হাসো।
আমার কষ্ট আছে সুখ আছে
আছে কত যে বেদনা,
আমার সময় থমকে দাঁড়ায়
প্রাণের প্রিয় যে তবু আসে না।
দেশ থেকে দেশান্তরে
যাই উড়ে উড়ে,
আমার অবুঝ মন
তাকেই খুঁজে মরে।
বৃষ্টি হয়ে মাঝে মাঝে ঝরে লোনা জল
মনে সবি ভাসলো তার কান্নায় অবিকল।
আমি নীরবে তারে ভাবি
আমার হৃদয় পটে আঁকি যে তার ছবি।
No comments:
Post a Comment