Saturday, 22 September 2018

আমরা সুখের ঘরে
***************
মো. শহীদুল ইসলাম ফকির
২০-৯-২০১৮ (স্বরমাত্রিক রচনা)

যমুনা তোর জোয়ার এলে
বুকটা ভয়ে কাঁপে,
দাদার ভিটা কেড়ে নিছিস
আজো কাঁন্দে বাপে।

আমি যখন ছোট ছিলাম
বাবার মুখে শুনি,
গভীর রাতে করছো হানা
কাঁনছে টুনাটুনি।

গাছ খেয়েছো ধান খেয়েছো
পালের গরু শত,
বহু লোকের জান খেয়েছো
পিশাচিনির মতো।

মায়ের বালা থালাবাসন
বাবার ছেঁড়া জুতা,
সকল খেয়ে ফেলে রাখলে
শুধু গাছের মোতা।

সেইতো তুমি নীরব হলে
তোমার বুকে চর,
কত মানুষ গ্রাম ছেড়েছে
আপন করে পর।

পাবো না আর তাদের ফিরে
শত কাব্য লিখে,
বুঝ মানেনা অবুঝ মনে
তাকালে তোর দিকে।

তুই তোমারি বলে গেলাম
আর কি বলি তোরে,
যমুনা তুই ভালো থাকিস
আমার সুখের ঘরে।

Friday, 21 September 2018

**শ্রাবণের_পাওয়া**

   মতিউর রহমান
'''''''''''''''''''''''''''''''''''''''''''

শ্রাবণের পাওয়া স্বপ্ন তুমি,
রয়ে আছো মোর গহীনে।
বাদলা দিনে ভালোবাসো মোরে,
সুগন্ধ-সুভাস ছড়িয়ে।
শ্রাবনের লিখনে হয়না কভু,
প্রেমের কবিতা!!
তোমায় নিয়ে স্বপ্ন জীবন,
এটাই যে প্রত্যাশা।

Friday, 14 September 2018

মামার বাড়ি,

মামার বাড়ী
শফিকুল ইসলাম

মামার বাড়ী মধুর হাড়ি
চলি দুপুর বেলা,
মামি থাকে গুমড়া মুখে
করে আমায় হেলা।

মামা আমায় করতো আদর
বাসতো অনেক ভালো,
ভালোর জন্য আনলাম মামি
মনটা দেখি কালো।

নানা আমার গেছে চলে
 নানীও হলো বুড়ি,
দাঁত গুলো যে পড়ে গেছে
দুধ মেখে খায় মুড়ি।

তারিখ:১৪-০৯-২০১৮
স্বরবৃত্তে ৪+৪/৪+২
সময় সকাল ৮:৫০

Friday, 7 September 2018

শ্রাবণ কাঁদে

#শ্রাবণ_কাঁদে'
মতিউর রহমান
```````````````
নীল অম্বরের বেদনা
শ্রাবণ মেঘে ডাকে,
কলঙ্ক যদিও চাঁদের আছে
আকাশের বুকেই থাকে।

দিনের দুপুরে জ্বলে পুড়ে
নিঃশ্বাসে যবে হয়,
তুষের আগুনে হ্রদয়ে তাই
তিলে তিলে ক্ষয় হয়।

প্রাণের যত ঢেউ
উতলায় মনের তীরে,
অকূল চিত্র সদা
তোমায় খুজে ফিরে।

হৃদয়ের পাজরে একদিন
ছিলো যার ছবিখানি,
নিভৃতে স্বপ্নে শুধু
তোমাকেই দেখি।

নিকুঞ্জে নিরালায়
ফুল ফুটে ঝরে যায়,
বাদল কেনো থেমে যায়
শ্রাবণ কাঁদে বেদনায়।

০৬/০৬/২০১৬ইং

Thursday, 6 September 2018

ছন্দে ছন্দে কবিতা

ভাবছো কী মন?
নূরে আলম মামুন

কারও ক্ষতি করে তুমি
সুখী হবে না তো,
নীতি প্রীতি আছে সবই
মানো তুমি তা তো?

গোলাপেতে কাঁটা আছে,
সাথে আছে শোভা,
গাছে গাছে  পাখিডাকে
কতো মনোলোভা।

নদী চলে নিরবধি
করে না তো হেলা।
পৃথিবীটা খেলে কতো
রকমারি খেলা।

প্রজাপতি ফুলে উড়ে
মধু পাবে বলে,
নটী লোকে চলে জানি
বহুরূপী ছলে।

বেলা শেষে ফিরে এসে
যাবে ফাঁকা হাতে,
কবরেতে কী কী তুমি
নিয়ে যাবে সাথে?

সময়ঃ ০৬/০৯/২০১৮ ইং রাত ১১ঃ৫৬ মিনিট।

Wednesday, 5 September 2018

গগণের সীমানা

তাং- ৫/৯/১৮
বিভাগ- পদ্য কবিতা
কবিতা- গগনের সীমানা
কবি- সেলিনা আহমেদ শেলী

`````````````````````````````````````````````````````
`````````````````````````````````````````

সকালের রোদেলা দুপুরে
দুষ্ট বিকেলে সন্ধের হিমেল হাওয়ায়,
ফাগুণের দোলা লেগেছে
নীল আকাশের স্বপ্নে, খুঁজি গগনের সীমানা
শরতের কাশফুল হেলে দুলে
বর্ষা ভিজে একাকার;
বসন্ত ঘুরে ফিরে বাগিচায় ।
কুয়াশার ভিড়ে নীরবে মিটিয়ে দাও বাসনা
জমে আছে কত কথা,
খুঁজেছি তোমায় উদাসী হয়ে;
মন ভরে না,বুঝিনিতো আগে
বারে বারে আসি ফিরে
ঝলমলে জলের কাছে।
প্রশ্ন আমার এমন কেনো হয়?
ক্লান্ত বুকে হৃদয়ের পিঞ্জিরায়
রাতের জ্যোৎস্নায় শেষ রাতে,
নীরবে উড়ে যাওয়া পাখি
একটু একটু আধাঁর থাকতেই ;
পশ্চিমা আকাশে ডানা মেলে।

অজানা কষ্ট

***অজানা কষ্ট***
       এম-আর
-----------------------------------

জীবনের প্রতিটি ক্ষণে
অজানা কষ্ট স্মৃতিপটে ভাসে,
যদি কখনও সুখ পাখিটা আসে
কষ্টের যাতনা সইতে না পারিয়া
বহুদুর চলে যাই বন বাসে।

কতটা কষ্ট বুকের মাঝে
বুঝাতে চাইনা আমি কাউকে,
বুঝবেনা নিষ্ঠুর এই পৃথিবী
মানুষ তো না বুঝার স্বভাবী।

অনেক কাছের জন বুঝেনা ব্যথা
কি বলিব অপরের কথা,
আমি নিজেও একই পথের পথিক
আমার মন অন্যকে নিয়ে যতই ভাবুক।

নিষ্ঠুর পৃথিবীতে আপন কেহ নেই
যেদিকে তাকাবে তুমি স্বার্থপর,
উপকার যদিও কেহ করে কাহারও
সেও উপকার করে স্বার্থের উপর করে ভর।

আজ অজানা কষ্ট মুছে ফেলে
নতুন দিগন্তে নব উদ্যোমে
ছুটতে চাই আমি নতুন ভাবে,
একাই একাই হাটতে চাই
আপন পায়ে দাঁড়াতে চাই
জীবনটাকে নতুন উদ্যোমে সাজাতে চাই।

দুর হয়ে যা অজানা কষ্টরা
আমাকে জ্বালাসনা আর,
আমি বাঁচতে চাই নতুন করে
ছুটতে চাই দূর বহুদূর।

তারিখ: ০৩/০৯/২০১৮ইং

ডাকবাক্স

প্রিয় (এস), -এম আর মিঠু। অবশেষে শহর ছাড়ছি। কোথায় যাব ঠিক করিনি। তোমার কথা মনে হলেই বারবার মনখারাপি এসে হানা দিচ্ছে দুয়ারে। আচ্ছা, হারিয়ে যাও...