Saturday, 13 October 2018

** নীল শাড়ীর চমক**

         মতিউর রহমান
"""""""""""""""""""""""""""""
সবুজ গাঁয়ের মেয়েটি
পড়েছে নীল শাড়ী,
আহ!! দেখতে কি চমক,,
চেয়ে আছি বলে তাই
আমি খেলাম ধমক।

চোখে যাদু ঠোটে লাল
কত যে মায়া,
পিছে পিছে সারাক্ষণ
ঘুরে তাহার ছায়া।

কথা বলি চোখে চোখে
মুখে নাই ভাষা,
ওই দুটি চোখ আমার
বুকে বেধেছে বাসা।

চোখের কোণে  আড়াল হয়ে
ভুলে গেছি নীদ,
শয়নে স্বপনে গেয়ে যাই
কেবল তাহার গীত।

কেঁশ যেনো মেঘ রাশি
উড়ে এলো মেলো,
বলে গেলো পাগলা হাওয়া,,
হে বালক....মরেছিস তুই!
বেসেছিস  কেন ভালো।

Thursday, 11 October 2018

**দুষ্টু প্রজাপতি **
    12/10/2018
------------------------------
শনশন শব্দে দানবীর হুঙ্কার,
আকাশটা মেঘে ঢাকে
তিতলীর টংকার।

নামেই তিতলী সে
নয় মোটে সুন্দরী,
ঘর বাড়ি,আশাগুলি
ভাঙ্গে সে ভয়ংকরী।

বরষণ শুরু হয়
আকাশ আঁধারে ঢেকে,
বাড়ে কমে,বয় হাওয়া
গতি বাড়ে থেকে থেকে।

উৎসব বুঝি ভেসে
চলে যাবে বৃষ্টিতে,
বছরটা বৃথা যাবে
তিতলীর সৃষ্টিতে।

বাংলার তিতলীরা
আকাশের পানে চায়,
পাখনার রঙ বুঝি
তিতলীতে মুছে যায়।

হতাশারা দল বাঁধে
তিতলীতে খুশি হয়,
মনখারাপেরা সব
উৎসবে মেতে রয়।

Tuesday, 9 October 2018

নেতা বলে কাকে
অমর বিকাশ চাকমা
০৬/০৯/২০১৮
স্বরবৃত্ত মাত্রায়ঃ ৪+৪+৪+২

অনেকেই তো নেতা হয়
নেতা বলে কাকে?
ধৈর্য্য সাহস সততা যার
নেতা বলে তাকে|

পাল্টায় যুগ পাল্টায় হাওয়া
পাল্টায় নেতার দলে,
আম-জনতার স্বপ্ন তরী
ডুবে নদীর জলে|

নেতার ঘুম গদিতে বসে
আরাম আয়েশ করে,
বিপাকে আজ আম-জনতা
কলের চাকায় পড়ে|

ভোটার খোঁজে নির্বাচনে
জনার পায়ে ধরে,
নির্বাচনে জিতলে তারা
থাকে ঘুমের ঘোরে|

মুখে তাদের কড়া ভাষণ
প্রতিশ্রুতি শত,
আম-জনতার পায়ের তলে
করে মাথা নত।

Saturday, 6 October 2018

সব টুকু ভালোবাসা
    মতিউর রহমান
 ------------------------------
যে দৃষ্টিতে........
তুমি অবলীলায় শুধু
ফুটি'য়ে ছিলে শুকনো মরুতে ফুল
আজ কেনো
সেই আঁখিতে শ্রাবণে'রি জল।
কেনো মুছে যায় চাওয়া-পাওয়া
দূরের মেঘের ছাঁয়া,
আমি বলতে চাহে, নীরবে সবই
স্মৃঁতি গুলো পড়ে যায় বাঁধন সিঁগ্ধ হাঁরা।
একদিন তবুও ব্যাকুল কোমল হাতে
তুমি ফুলের মালা পড়িয়ে দিলে যারে,
নিঃসকোচে আজ কাদিয়ে এই মন
বিরহে ব্যাথায় নিঃশেষ করে মোরে।
অবুঝ মন তবু ফিরে পেতে চায়
হ্রদয়ের সবটুকু ভালোবাসা।।।

               ___________ (M)
***ময়না***
লাল মনিরহাঁট

একদিন আমি চলে যাব
    এই পৃথিবী ছেড়ে,
আমার সকল স্মৃতি গুলো
    থাকবে শুধু ঘিরে।
হাজার চেষ্টা করেও তখন
    পাবেনা তো দেখা,
আমি তখন ঐপাড়ে তে
    থাকবো শুধু একা,
কেমন আমি নেকী ছিলাম
 হিসাব কষবে তাহারা,
চোখের কোনে এক ফোটা জল
    আসবে অনায়াসে,
তোমায় নিয়ে ভাববো যখন
    ভাসবো চোখের জলে,
বুঝবো তখন জন্ম আমার
   হয়নি এখন সফল,
সততার সাথে চলবো মোরা
আখিরাতে হবেনা বিফল।


ডাকবাক্স

প্রিয় (এস), -এম আর মিঠু। অবশেষে শহর ছাড়ছি। কোথায় যাব ঠিক করিনি। তোমার কথা মনে হলেই বারবার মনখারাপি এসে হানা দিচ্ছে দুয়ারে। আচ্ছা, হারিয়ে যাও...