** নীল শাড়ীর চমক**
মতিউর রহমান"""""""""""""""""""""""""""""
সবুজ গাঁয়ের মেয়েটি
পড়েছে নীল শাড়ী,
আহ!! দেখতে কি চমক,,
চেয়ে আছি বলে তাই
আমি খেলাম ধমক।
চোখে যাদু ঠোটে লাল
কত যে মায়া,
পিছে পিছে সারাক্ষণ
ঘুরে তাহার ছায়া।
কথা বলি চোখে চোখে
মুখে নাই ভাষা,
ওই দুটি চোখ আমার
বুকে বেধেছে বাসা।
চোখের কোণে আড়াল হয়ে
ভুলে গেছি নীদ,
শয়নে স্বপনে গেয়ে যাই
কেবল তাহার গীত।
কেঁশ যেনো মেঘ রাশি
উড়ে এলো মেলো,
বলে গেলো পাগলা হাওয়া,,
হে বালক....মরেছিস তুই!
বেসেছিস কেন ভালো।

