**** তাঁরা বাতি****
মতিউর রহমান-----------------------
জ্বলতে না জ্বলতেই নিভে গেলো,
নিভে গেল অজস্র তাঁরা বাতি।
এইতো সেদিন এসেছিলো,
প্রাণ ভরে হেসেছিল সবে।
যদিও কোন উৎসব ছিলো না,
ছিলো না কোন রকম নিমন্ত্রণও।
তবু তারা' এসেছিলো......
এসেছিলো এ পুরো চাতালে,
জ্বালাতে প্রাণের আলো।
হয়তো একটু বেসেছিলো ভালো।
তা জানা নেই।
জানা নেই কখন কিভাবে কেটে গেল তার,
আর মুহূর্তে আমায় আঁধারে ঢেকে
জ্বলার আগেই নিভে গেল সব তাঁরা বাতি;
তোমার আঙিনা ও কি আজ এমন অন্ধকার!

