Tuesday, 25 December 2018
হারানো প্রেম
প্রিয়া বলে ডাকলে তোমার হয়তো হবে ভূল
ভালবাসার মূল্য আমায়
দাওনি একচুল ।
কোন দিন যদি জানতাম আমি
ভালবাসায় এত কষ্ট
তাহলে আর সরল জীবন
করতাম নাকো নষ্ট
কষ্টের মাঝে তবুও আমি
রেখেছি তোমায় বুকে
আমায় ভুলে জানিনা তুমি
আছো কত সুখে ।
এ জীবনের সাথী আমি
ভেবেছিলাম তোমায়
অবহেলা আর দুঃখ দিয়ে
বিদায় করলে আমায় ।
ভুলে গেছো তুমি
হারানো প্রেমের স্মৃতি
হয়তো প্রকৃতির এটাই
মহান রীতি ।
দুঃচিন্তায় রয়েছি
মাহবুব আলম
ওগো প্রিয়া'
কি ফুল পছন্দ তোমার
গোলাপ না রজনীগন্ধা?
তোমার পছন্দটি যে আমার পছন্দ;
তোমার আনন্দতেই যে আমার আনন্দ।
তাইতো দেখি স্বপন,
অজান্তে তোমায় দিয়ে দিয়েছি তো মন।
আমি নইতো নামীদামী
তবু তো হতে চাই তোমার স্বামী।
এমন জনপ্রিয়হীন লোককে
জড়িয়ে নিবে কি
তোমার অশান্ত বুকে?
স্বামী বলে ডাকবে কি আমায়?
ঐ নামটির স্বীকৃতি
দিবে কি তোমার মন মাঝে?
আমি সর্বদায় চিন্তিত
সে আশু ভাবনায়,
কবে করবে আমায় চিন্তামুক্ত?
মাহবুব আলম
ওগো প্রিয়া'
কি ফুল পছন্দ তোমার
গোলাপ না রজনীগন্ধা?
তোমার পছন্দটি যে আমার পছন্দ;
তোমার আনন্দতেই যে আমার আনন্দ।
তাইতো দেখি স্বপন,
অজান্তে তোমায় দিয়ে দিয়েছি তো মন।
আমি নইতো নামীদামী
তবু তো হতে চাই তোমার স্বামী।
এমন জনপ্রিয়হীন লোককে
জড়িয়ে নিবে কি
তোমার অশান্ত বুকে?
স্বামী বলে ডাকবে কি আমায়?
ঐ নামটির স্বীকৃতি
দিবে কি তোমার মন মাঝে?
আমি সর্বদায় চিন্তিত
সে আশু ভাবনায়,
কবে করবে আমায় চিন্তামুক্ত?
Tuesday, 11 December 2018
♦♦রয়েছো_মনের_ঘরে♦♦
************** নীলা
যাচ্ছে সময় কাটছে দিন
হচ্ছো তুমি পর,
মনের মানুষ হয়েও তুমি
হয়েছো স্বার্থপর।
এমন তো ছিলো না কথা
যাবে আমায় ভুলে,
রঙিন স্বপ্নের আশা জাগিয়ে
মনটা দিলে তুলে।
আজ কেন আমায় ভুলে
নিজেই আছো সুখে,
আমায় কষ্ট দিয়ে তুমি
জল ঝরালে চোখে।
আজ আমি কষ্টের সাথে
করি বসবাস,
তোমার কারণে হয়েছে আমার
এমন সর্বনাশ।
কেন তুমি করলে এমন
কি যে ছিলো দোষ,
যদি পারো একবার এসে
নিজেই বলে যাও,
কি কারণে এমন করে
আমায় কষ্ট দাও।
তোমায় ভুলা নয় সহজ
রেখেছি মনের ঘরে,
যতই কষ্ট দাও না আমায়
রাখবো যত্ন করে।
************** নীলা
যাচ্ছে সময় কাটছে দিন
হচ্ছো তুমি পর,
মনের মানুষ হয়েও তুমি
হয়েছো স্বার্থপর।
এমন তো ছিলো না কথা
যাবে আমায় ভুলে,
রঙিন স্বপ্নের আশা জাগিয়ে
মনটা দিলে তুলে।
আজ কেন আমায় ভুলে
নিজেই আছো সুখে,
আমায় কষ্ট দিয়ে তুমি
জল ঝরালে চোখে।
আজ আমি কষ্টের সাথে
করি বসবাস,
তোমার কারণে হয়েছে আমার
এমন সর্বনাশ।
কেন তুমি করলে এমন
কি যে ছিলো দোষ,
যদি পারো একবার এসে
নিজেই বলে যাও,
কি কারণে এমন করে
আমায় কষ্ট দাও।
তোমায় ভুলা নয় সহজ
রেখেছি মনের ঘরে,
যতই কষ্ট দাও না আমায়
রাখবো যত্ন করে।
Monday, 10 December 2018
শাপলা ফোটে বিলে-ঝিলে
মতিউর রহমান
+++++++++++++++++++
শাপলা ফোটে বিলে-ঝিলে
শাপলা ফুলের হাসি,
ইচ্ছে করে জোঁসনা রাতে
ফুলের মাঝে ভাসি।
খোকাখুকি শাপলা তুলে
গাঁথে ফুলের মালা,
ফুলের মালা নিয়ে আসে
ভরে বাড়ির ঢালা।
রাতের বেলা শাপলা ফুলে
চাঁদের সাথে হাঁসে,
মন আমার উড়ে গিয়ে
তারই মাঝে নাচে।
ফুলের সাথে পাখির কথা
দিনের বেলা হয় তো,
শাপলা ফুলের রুপের বাহার
হারিয়ে যাবার নয় তো।
শিশির কণা পরে দেখি
সকাল বেলা ফুলে,
শাপলা ফুলের রুপের বাহার
থাকবো কেমনে ভুলে???
মতিউর রহমান
+++++++++++++++++++
শাপলা ফোটে বিলে-ঝিলে
শাপলা ফুলের হাসি,
ইচ্ছে করে জোঁসনা রাতে
ফুলের মাঝে ভাসি।
খোকাখুকি শাপলা তুলে
গাঁথে ফুলের মালা,
ফুলের মালা নিয়ে আসে
ভরে বাড়ির ঢালা।
রাতের বেলা শাপলা ফুলে
চাঁদের সাথে হাঁসে,
মন আমার উড়ে গিয়ে
তারই মাঝে নাচে।
ফুলের সাথে পাখির কথা
দিনের বেলা হয় তো,
শাপলা ফুলের রুপের বাহার
হারিয়ে যাবার নয় তো।
শিশির কণা পরে দেখি
সকাল বেলা ফুলে,
শাপলা ফুলের রুপের বাহার
থাকবো কেমনে ভুলে???
Thursday, 6 December 2018
♥♥ভালবাসার রংধনু♥♥
-মতিউর রহমান(মিঠু)
***********************
মনের জ্বালা নিভিয়ে দিব
এসো যদি নিশিতে
জ্যােৎস্নার আলো ছড়িয়ে দিব
এসো যদি আঁধারে।
বাসর সাজাবো ফুলে ফুলে
এসো যদি হৃদ মাজারে
মনের দুয়ার খুলে দিব
এসো যদি প্রেম করিতে।
কবির কাব্যেয় লিখবো লিপি
এসো যদি প্রেমের ছন্দে
ভরিয়ে দিবো ফুলের বাগান
এসো যদি ভ্রমর অঞ্জলিতে
ফাগুনের আগুন নিভিয়ে দিব
এসো যদি ঝড় বৃষ্টিতে।
মন ভুবনে তুলবো সাতরং
এসো যদি রংধনুতে।
দুঃখ ব্যথা ভুলিয়ে দিব
এসো যদি মোর হৃদয়ে
দু'হাত টা ভরিয়ে দিব
এসো যদি হাত ধরিতে
ভালোবাসা দিবো পূর্ণ রূপে
এসো যদি আমায় বরণ করিতে।
-মতিউর রহমান(মিঠু)
***********************
মনের জ্বালা নিভিয়ে দিব
এসো যদি নিশিতে
জ্যােৎস্নার আলো ছড়িয়ে দিব
এসো যদি আঁধারে।
বাসর সাজাবো ফুলে ফুলে
এসো যদি হৃদ মাজারে
মনের দুয়ার খুলে দিব
এসো যদি প্রেম করিতে।
কবির কাব্যেয় লিখবো লিপি
এসো যদি প্রেমের ছন্দে
ভরিয়ে দিবো ফুলের বাগান
এসো যদি ভ্রমর অঞ্জলিতে
ফাগুনের আগুন নিভিয়ে দিব
এসো যদি ঝড় বৃষ্টিতে।
মন ভুবনে তুলবো সাতরং
এসো যদি রংধনুতে।
দুঃখ ব্যথা ভুলিয়ে দিব
এসো যদি মোর হৃদয়ে
দু'হাত টা ভরিয়ে দিব
এসো যদি হাত ধরিতে
ভালোবাসা দিবো পূর্ণ রূপে
এসো যদি আমায় বরণ করিতে।
Subscribe to:
Comments (Atom)
ডাকবাক্স
প্রিয় (এস), -এম আর মিঠু। অবশেষে শহর ছাড়ছি। কোথায় যাব ঠিক করিনি। তোমার কথা মনে হলেই বারবার মনখারাপি এসে হানা দিচ্ছে দুয়ারে। আচ্ছা, হারিয়ে যাও...
-
একটি গোলাপ এম আর মিঠু। ====================== তোমায় ভালোবেসে দিতে চাই একটি গোলাপ, সাদা কিংবা লাল নয়, গাছ থেকে ছিঁড়েও নয় নয় ক্রয় করা কো...
-
মধু মাসে --------- মাষ্টার মোহাম্মদ সেলিম ( মাত্রাবৃত্ত-৪+৪+৪+৪) মধু মাসে মধু ফল দেহে বাড়ে বেশি বল। আম, জাম, আনারস যত চিপে...

