Sunday, 20 January 2019

সৌদি প্রবাসীদের জন্য দারুন সুখবর: দ্বিগুণ হচ্ছে বাংলাদেশীদের বেতন:


প্রতিনিয়ত জীবিকার তাড়নায় অসংখ্য মানুষ এখন ছুটে চলেছে প্রবাসে। কিন্তু সেখানে গিয়ে অনেক বিপাকে পড়তে হয় অনেকেই মাঝে মধ্যে। তবে এবার সুখবর পেতে যাচ্ছে অনেকেই।

সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত বাংলাদেশিদের বেতন-ভাতা দ্বিগুণ করা হচ্ছে। গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশি গৃহকর্মীদের সৌদিতে ন্যূনতম মাসিক বেতন ১৬ হাজার টাকা।

ইতোমধ্যে তাদের বেতন দ্বিগুণ করতে দূতাবাসের মাধ্যমে সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। শিগগিরই গৃহকর্মীদের বেতন দ্বিগুণ হবে। জানা গেছে, বর্তমানে সৌদি আরবে সাত লাখেরও বেশি গৃহকর্মী কর্মরত রয়েছেন।

তারা ন্যূনতম ১৬ হাজার টাকা বেতন পাচ্ছেন। তবে গৃহভেদে তাদের বেতন ৩০ হাজার টাকাও আছে। জীবনযাত্রার সার্বিক দিক বিবেচনা করে ন্যূনতম বেতন দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।


সৌদি প্রবাসীদের জন্য দারুন সুখবর: দ্বিগুণ হচ্ছে বাংলাদেশীদের বেতন:


Thursday, 17 January 2019

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার জন্য স্পেশাল কিছু সাজেশান ও দিক  নির্দেনা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেখুন নিচে:
primary admit card

Wednesday, 16 January 2019

পদ্মা সেতুর নকশা নিয়ে জটিলতার সমাধান হয়েছে। ফলে একটি পাইল বাড়িয়ে পদ্মা সেতুর ৬ ও ৭ নম্বর পিলারে সংশোধিত নকশা চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।মঙ্গলবার সকাল ১১টার দিকে পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এ অনুমোদন দেন। ফলে এখন অগ্রাধিকার ভিত্তিতে এই দুটি পিলার স্থাপনের কাজ শুরু হবে।

পদ্মা সেতুর ওপারেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের স্থান মুন্সীগঞ্জে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু স্থানীয়দের বিরোধিতার কারণে সেটি হয়নি।
(দৈনিক বিদ্রোহী সংবাদ)

Tuesday, 15 January 2019

ছেলের বউ বানানোর কথা বলে মাদ্রাসা ছাত্রীকে ২০দিন ধরে ধর্ষণ!



টাঙ্গাইলের সখীপুরে এক মাদ্রাসা ছাত্রীকে প্রায় ২০ দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার কালিয়া ইউনিয়নের ধলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় রবিবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর ওই রাতেই অভিযুক্ত মজিবর রহমানকে (৪২) ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। পরে পুলিশ সোমবার সকালে গ্রেফতারকৃত মজিবরকে ৫ দিনের রিমাণ্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মজিবর রহমান ওই মাদরাসা ছাত্রীকে মাদরাসায় যাওয়ার পথে কুপ্রস্তাব দিতো। ছাত্রীটি কুপ্রস্তাবে রাজি হয়নি। এ অবস্থায় ২৪ ডিসেম্বর ওই ছাত্রী উপজেলার কালিয়া বাজারে কেনাকাটার জন্য যায়। এর পর থেকেই ওই ছাত্রীকে আর পাওয়া যায়নি।মামলায় আরো উল্লেখ করা হয়, ওই মাদরাসা ছাত্রীকে মজিবর অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তাকে আটকে রেখে একাধিকবার জোর পূর্বক ধর্ষণ করা হয়।

গত এক সপ্তাহ আগে মাদরাসায় যাওয়া-আসার পথে ফের অভিযুক্ত ব্যক্তি তাকে কৌশলে তুলে নিয়ে যায়। এবং আটকে রেখে নিয়মিত ধর্ষণ করে।ওই ছাত্রীর মা বলেন, অভিযুক্ত মজিবর প্রতিবেশী হওয়ায় আমার মেয়েকে তার প্রবাসী ছেলের বউ করার জন্য নানাভাবে প্রস্তাব দেন। কিন্তু তার প্রস্তাবে আমরা রাজি হইনি। নিজের ছেলের বউ বানানোতে ব্যর্থ হয়ে নিজের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে উঠেপড়ে লাগে।

কিন্তু সে যে এতবড় লম্পট তা বুঝতৈ পারিনি। তার নিজের ছেলে বিদেশে থাকতো আর সে আমার মেয়ের সর্বনাশ করতো-এই ছিল তার মনে। কিন্তু আমরা তার ছেলের সাথে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই লম্পট আমার মেয়ের সর্বনাশ করে দিয়েছে।

আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।এ ব্যাপারে সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। মজিবরকে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। তবে এখনো ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Monday, 14 January 2019


শ্রমিকদের বেতন অবকাঠামো-

পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভে পোশাকখাতে যৌক্তিক হারে তিন গ্রেডের মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্টদের ঐক্যমতের ভিত্তিতে শ্রমিকদের স্বার্থে ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডে মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মজুরি সমন্বয় হলে প্রতিটি গ্রেডেই যৌক্তিক হারে মজুরি বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

(দৈনিক বিদ্রোহী সংবাদ )

Saturday, 12 January 2019

জেনে রাখুন,, অনেক উপকারে আসতে পারে।

১। GPA - এর পূর্ণরূপ—Grade point Average
২। J.S.C - এর পূর্ণরূপ — Junior School Certificate.
৩। J.D.C - এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate.
৪। S.S.C - এর পূর্ণরূপ — Secondary School Certificate.
৫। H.S.C - এর পূর্ণরূপ — Higher Secondary Certificate.
৬। A.M - এর পূর্ণরূপ — Ante meridian.
৭। P.M - এর পূর্ণরূপ — Post meridian.
৮। B. A - এর পূর্ণরূপ — Bachelor of Arts.
৯। B.B.S - এর পূর্ণরূপ — Bachelor of Business Studies.
১০। B.S.S - এর পূর্ণরূপ — Bachelor of Social Science.
১১। B.B.A - এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
১২। M.B.A - এর পূর্ণরূপ — এর পূর্নরূপ — Masters of Business
Administration.
১৩। B.C.S - এর পূর্ণরূপ — Bangladesh Civil Service.
১৪ । M.A. - এর পূর্ণরূপ — Master of Arts.
১৫। B.Sc. - এর পূর্ণরূপ — Bachelor of Science.
১৬। M.Sc. - এর পূর্ণরূপ — Master of Science.
১৭। B.Sc. Ag. - এর পূর্ণরূপ — Bachelor of Science in
Agriculture .
১৮। M.Sc.Ag.- এর পূর্ণরূপ — Master of Science in Agriculture.
১৯ । M.B.B.S. - এর পূর্ণরূপ — Bachelor of Medicine, Bachelor
of Surgery.
২০। M.D. - এর পূর্ণরূপ — Doctor of Medicine./ Managing
director.
-----
২১। M.S. - এর পূর্ণরূপ — Master of Surgery.
২২। Ph.D./ D.Phil. - এর পূর্ণরূপ — Doctor of
Philosophy (Arts & Science)
২৩। D.Litt./Lit. - এর পূর্ণরূপ — Doctor of
Literature/ Doctor of Letters.
২৪। D.Sc. - এর পূর্ণরূপ — Doctor of Science.
২৫। B.C.O.M - এর পূর্ণরূপ — Bachelor of
Commerce.
২৬। M.C.O.M - এর পূর্ণরূপ — Master of
Commerce.
২৭। B.ed - এর পূর্ণরূপ — Bachelor of education.
২৮। Dr. - এর পূর্ণরূপ — Doctor.
২৯। Mr. - এর পূর্ণরূপ — Mister.
৩০। Mrs. - এর পূর্ণরূপ — Mistress.
-----
৩১। M.P. - এর পূর্ণরূপ — Member of Parliament.
৩২। M.L.A. - এর পূর্ণরূপ— Member of Legislative Assembly.
৩৩। M.L.C - এর পূর্ণরূপ — Member of Legislative Council.
৩৪। P.M. - এর পূর্ণরূপ — Prime Minister.
৩৫। V.P - এর পূর্ণরূপ — Vice President./ Vice Principal.
৩৬। V.C- এর পূর্ণরূপ — Vice Chancellor.
৩৭। D.C- এর পূর্ণরূপ— District Commissioner/ Deputy
Commissioner

Monday, 7 January 2019

ব্যাংকের ঋণ প্রবৃদ্ধির সংবাদ:

২০১৭ সালে রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের আমানত ছিল ৫২ হাজার ৯৬০ কোটি টাকা। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ৬২ হাজার ৩৯২ কোটি টাকা। সে হিসাবে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ১৮ শতাংশ। একইভাবে ২০১৭ সালে ঋণ ছিল ৩১ হাজার ৯১২ কোটি টাকা, ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ৩৯ হাজার ৫৭৫ কোটি টাকা। তাতে ঋণে প্রবৃদ্ধি হয়েছে ২৪ শতাংশ। আমানত ও ঋণ বিতরণ বাড়লেও ব্যাংকটির খেলাপি ঋণ আদায় না বেড়ে বরং কমে গেছে। এ কারণে ব্যাংকটির পরিচালন মুনাফাও খুব বেশি বাড়েনি।
(দৈনিক বিদ্রোহী সংবাদ)

Sunday, 6 January 2019

ঘুমাতে চাই একটু শান্তিতে

   দিলরুবা জাহান পুষ্প

**********************

প্রভু তুমি পাথর কেন হলে
 আমার তরে,
দাও না একটু আলোর ছিটে
 আমার আঁধার ঘরে।
 রক্ত পলাশের লাল রঙ
বয়ে চলে হৃদয়ে,
 কেউ দেখেনা এ ক্ষরণ
 থাকি মানুষের কোলাহলে।
 যতটুকু চেয়েছি
তারও অনেক বেশি পেয়েছি,
 চাইবার নেই কিছু আর ,
 ঘুমাতে চাই একটু শান্তিতে
 এখন বার বার।
কেড়ে নিও না প্রভু
এটুকু অধিকার ,
ঘুমাতে চাই আমি শান্তিতে
   বাঁচতে চাইনা আর......।

Friday, 4 January 2019

সাঁজিয়েছি তোমার ছবি

      মতিউর রহমান
*************************

সাঁজিয়েছি তোমার ছবি
                     রজনীঁগন্ধা ফুলে,
তুমি কি রাগ করেছো
                 গোলাপ দেইনি বলে।

তুমিতো বন্ধু আমার
             গোলাপের চেয়েও দামী,
তাইতো তোমায় আমি
              অনেক বেশি মিস করি।

_______ Motiur Rahman.

Tuesday, 1 January 2019

শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে তারেক এক নাবালক শিশু’

শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে তারেক এক নাবালক শিশু’


 বিএনপির নেতা সাদেক হোসেন খোকা বলেছেন, বিএনপির এই পরিণতির জন্য একমাত্র দায়ী তারেক জিয়া। তার ভুল সিদ্ধান্ত এবং অপরিপক্কতার জন্যই বিএনপি আজ অস্তিত্বের সংকটে পড়েছে।

 নিউইয়র্কের জ্যাকসন হাইটে মঙ্গলবার (০১ জানুয়ারি) এই প্রতিনিধির সংগে একান্ত আলাপচারিয়তায় তিনি এই মন্তব্য করেন। সাবেক মেয়র বর্তমানে নিউইয়র্কে চিকিৎসাধীন আছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত।

 সাদেক হোসেন খোকা বলেন, লন্ডনে বসে ঢাকার রাজনীতি হয় না। এই নির্বাচনে প্রমাণ হয়েছে শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে তারেক এক নাবালক শিশু।

 বেগম জিয়ার ঘনিষ্ঠ এই নেতা মনে করেন, তারেক নির্বাচন করেছে তিন উদ্দেশ্যে। প্রথমত, মনোনয়ন বাণিজ্য করা। এই মনোনয়ন বাণিজ্য করে তারেক ১০০ কোটি টাকার উপর হাতিয়ে নিয়েছে বলে আমার কাছে খবর আছে। দ্বিতীয়ত, নির্বাচন করেছে সরকারকে ফাঁদে ফেলার জন্য। এমন এক পরিস্থিতির তৈরি হবে যে, সরকারের সাথে পুলিশ ও প্রশাসন বিট্রে করবে। কিন্তু সরকারকে ফাঁদে ফেলতে গিয়ে তারেক জিয়া এবং বিএনপিই ফাঁদে পড়েছে।

 খোকা মনে করেন, নির্বাচনে যাওয়ার তারেকের তৃতীয় কারণ ছিল, নির্বাচনের ডামাডোলের মধ্যে কিছু একটা ঘটিয়ে ফেলা। বড় কাউকে হত্যা করা, কোনও বড় স্থাপনায় হামলা করে তৃতীয় পক্ষের ক্ষমতায় আসার পথ তৈরি করা। কিন্তু উনি জানেন না যে, বাংলাদেশ পাল্টে গেছে। শেখ হাসিনাও এখন অনেক পরিণত।

 তিনি বলেন, বিএনপি যদি অন্য মতলব না করে নির্বাচনটাই করতো তাহলেও ৭০ থেকে ৮০টা আসন পেতো। এটা বিএনপিকে লড়াই করার পুঁজি দিতো।

 বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমি ঢাকায় বিএনপি নেতৃবৃন্দকে বলেছিলাম অন্য আশা বাদ দিয়ে নির্বাচনটা করেন। কিন্তু সবাই আমাকে বললো তারেক সাহেব বলেছেন, কিছু একটা হবে। এই ছেলেটা ২০০৬ সালেও বলেছিল কিছু একটা হবে। ২০১৪-তেও বলেছিল কিছু একটা হবে।

 ক্ষুব্ধ খোকা আরও বলেন, রাজনীতি যদি এতো সহজ বিষয় হতো তাহলে আলু-পটলের ব্যবসয়ীরাও বড় নেতা হতো।

 এখন বিএনপির সামনে ভবিষ্যৎ কী? জানতে চাওয়া হলে সাদেক হোসেন খোকা বলেন, দেখেন ৭৫ এর ১৫ আগস্টের পর আওয়ামী লীগের অবস্থা এর চেয়েও খারাপ ছিল। সেখান থেকে দীর্ঘ সংগ্রাম করে দলটা এই পর্যায়ে এসেছে।

 তিনি বলেন, বিএনপিকেও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। বিএনপিকে বুঝতে হবে, রাজনীতিতে শর্টকাট কোনও পথ নাই। তাছাড়া শেখ হাসিনার নিয়ন্ত্রণে এখন সবকিছু। সবার নাড়ি নক্ষত্র তিনি জানেন। কাজেই এখন আস্তে ধীরে বিএনপিকে আগে সংগঠন গোছাতে হবে। সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে আটক নেতাকর্মীদের মুক্তির ব্যবস্থা করতে হবে। সংগঠন না গুছিয়ে আন্দোলন হবে আরেকটা বোকামি।

 খোকা বলেন, বিএনপির সিনিয়রদের তারেককে বোঝাতে হবে। রাজনীতিতে অন্য কিছু করার সুযোগ নেই।

https://www.facebook.com/pg/%E0%A6%A6%E0%A7%88%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6-565559597256031/reviews/

ডাকবাক্স

প্রিয় (এস), -এম আর মিঠু। অবশেষে শহর ছাড়ছি। কোথায় যাব ঠিক করিনি। তোমার কথা মনে হলেই বারবার মনখারাপি এসে হানা দিচ্ছে দুয়ারে। আচ্ছা, হারিয়ে যাও...