Friday, 28 February 2020
Wednesday, 26 February 2020
শরৎতের বৃষ্টিরা ছন্দহীন
মতিউর রহমান
----------------------------------
শরৎতের মাঝে কি দরকার বৃষ্টির?
তুমি বারণ করলেই পারতে একবার,
আমিযে সহস্রবারের অধিক বারণ করেছি;
তবুও মেঘেরা আমার কথা রাখেনি।
আজও ঘুমন্ত সকালে দরজা খুলেই দেখি
বৃষ্টিগুলো যেনো ছন্দহীন ভাবে টাপুর টুপুর পড়ছে।
বাহ! আচমকা সকাল।
বেশতো!!
প্রবল বৃষ্টির মাঝে কিছুটা কথোপকথন হওয়াটাই বেশ স্বাচ্ছন্দ্যবোধ অনেকের।
তবে আমার কেনো জানি বৃষ্টি'টা স্বাচ্ছন্দ্যবোধ নয়।
হয়তো অনেকের মন ছুঁয়ে গেছে শরৎ বৃষ্টি গুলোর।
তবে আমার নয়!!
আমিও নিজেকে প্রশ্নবোধে রাখি;
কেনো পারিনা মিশে যেতে শরৎতের মেঘের আভায়,কেনো সহ্য করতে পারিনা সাঁঝ সকালের বৃষ্টি শব্দ।
আমিযে বারণ করলাম তোমার দৃষ্টির অগোচরে,তবুও কেনো সিক্ত নয়নে জল পড়ার আবেগ।
আমি আর করবোনা না'গো বারণ......
চাতল পাখিরা ডাকছে বলেই তো শরৎতের বৃষ্টিরা আজ ছন্দহীন দিশীহারা।
মতিউর রহমান
----------------------------------
শরৎতের মাঝে কি দরকার বৃষ্টির?
তুমি বারণ করলেই পারতে একবার,
আমিযে সহস্রবারের অধিক বারণ করেছি;
তবুও মেঘেরা আমার কথা রাখেনি।
আজও ঘুমন্ত সকালে দরজা খুলেই দেখি
বৃষ্টিগুলো যেনো ছন্দহীন ভাবে টাপুর টুপুর পড়ছে।
বাহ! আচমকা সকাল।
বেশতো!!
প্রবল বৃষ্টির মাঝে কিছুটা কথোপকথন হওয়াটাই বেশ স্বাচ্ছন্দ্যবোধ অনেকের।
তবে আমার কেনো জানি বৃষ্টি'টা স্বাচ্ছন্দ্যবোধ নয়।
হয়তো অনেকের মন ছুঁয়ে গেছে শরৎ বৃষ্টি গুলোর।
তবে আমার নয়!!
আমিও নিজেকে প্রশ্নবোধে রাখি;
কেনো পারিনা মিশে যেতে শরৎতের মেঘের আভায়,কেনো সহ্য করতে পারিনা সাঁঝ সকালের বৃষ্টি শব্দ।
আমিযে বারণ করলাম তোমার দৃষ্টির অগোচরে,তবুও কেনো সিক্ত নয়নে জল পড়ার আবেগ।
আমি আর করবোনা না'গো বারণ......
চাতল পাখিরা ডাকছে বলেই তো শরৎতের বৃষ্টিরা আজ ছন্দহীন দিশীহারা।
Tuesday, 18 February 2020
***এক ফোঁটা জলে***
মতিউর_রহমান
--------------------------------
মেঘলা গগণ চিড় ধরেছে
এক ফোঁটা জলে,
মেঘ-আবড়ে গোলাট রাখে
বাদলা ছায়ার বেশে ।
সন্ধ্যা রাতে মেঘ পড়েছে
জোনাকিদের ঘুম ধরেছে,
আধাঁর রথে জ্বলছে বাতি
দুঃখ নিয়ে ফটিক সাথী।
জীবন হলো গ্লাসের আয়না
খিল-খিলিয়ে হাসে,
নিদ্রার কোণে নীল নালিশে
তাকেই ভালোবাসে।
[]S[]S[]S[]S[]S[]S[]S[]S[]
মতিউর_রহমান
--------------------------------
মেঘলা গগণ চিড় ধরেছে
এক ফোঁটা জলে,
মেঘ-আবড়ে গোলাট রাখে
বাদলা ছায়ার বেশে ।
সন্ধ্যা রাতে মেঘ পড়েছে
জোনাকিদের ঘুম ধরেছে,
আধাঁর রথে জ্বলছে বাতি
দুঃখ নিয়ে ফটিক সাথী।
জীবন হলো গ্লাসের আয়না
খিল-খিলিয়ে হাসে,
নিদ্রার কোণে নীল নালিশে
তাকেই ভালোবাসে।
[]S[]S[]S[]S[]S[]S[]S[]S[]
****নীলাবতী****
মতিউর রহমান
-------------------------------
নীলাবতী তুমি আজো নীল শাড়ী পড়ে যাচ্ছো
নদীর কিনার দিয়ে.......
সেই নীলে'তে' আকাশ ছােঁয়ায় মিশে যাবে মুখে,
আজ দিনটা যে গুধুলী রাঙা ...
যেনো চোখে তার স্মৃতির মায়া,
যেনো মনে হয়?তোমাকে প্রথম দেখছি।
আজ সবই মিছে,কেননা.....
জলের সাথেও কিছুটা মিল রয়েছে তোমার।
তাইতো তােমাকে নীলাবতী বলে ডাকতাম।
কিন্ত এখন মনের মাঝে নেই কোনো উষ্ণণতার নীল,
তবুও কোথাও যেনো রয়েগেছে তোমার সাথে খানিকটা মিল।
মতিউর রহমান
-------------------------------
নীলাবতী তুমি আজো নীল শাড়ী পড়ে যাচ্ছো
নদীর কিনার দিয়ে.......
সেই নীলে'তে' আকাশ ছােঁয়ায় মিশে যাবে মুখে,
আজ দিনটা যে গুধুলী রাঙা ...
যেনো চোখে তার স্মৃতির মায়া,
যেনো মনে হয়?তোমাকে প্রথম দেখছি।
আজ সবই মিছে,কেননা.....
জলের সাথেও কিছুটা মিল রয়েছে তোমার।
তাইতো তােমাকে নীলাবতী বলে ডাকতাম।
কিন্ত এখন মনের মাঝে নেই কোনো উষ্ণণতার নীল,
তবুও কোথাও যেনো রয়েগেছে তোমার সাথে খানিকটা মিল।
Monday, 17 February 2020
** নীল শাড়ীর চমক**
মতিউর রহমান"""""""""""""""""""""""""""""""
সবুজ গাঁয়ের মেয়েটি
পড়েছে নীল শাড়ী,
আহ!! দেখতে কি চমক,,
চেয়ে আছি বলে তাই
আমি খেলাম ধমক।
চোখে যাদু ঠোটে লাল
কত যে মায়া,
পিছে পিছে সারাক্ষণ
ঘুরে তাহার ছায়া।
কথা বলি চোখে চোখে
মুখে নাই ভাষা,
ওই দুটি চোখ আমার
বুকে বেধেছে বাসা।
চোখের কোণে আড়াল হয়ে
ভুলে গেছি নীদ,
শয়নে স্বপনে গেয়ে যাই
কেবল তাহার গীত।
কেঁশ যেনো মেঘ রাশি
উড়ে এলো মেলো,
বলে গেলো পাগলা হাওয়া,,
হে বালক....মরেছিস তুই!
বেসেছিস কেন ভালো।
Subscribe to:
Comments (Atom)
ডাকবাক্স
প্রিয় (এস), -এম আর মিঠু। অবশেষে শহর ছাড়ছি। কোথায় যাব ঠিক করিনি। তোমার কথা মনে হলেই বারবার মনখারাপি এসে হানা দিচ্ছে দুয়ারে। আচ্ছা, হারিয়ে যাও...
-
একটি গোলাপ এম আর মিঠু। ====================== তোমায় ভালোবেসে দিতে চাই একটি গোলাপ, সাদা কিংবা লাল নয়, গাছ থেকে ছিঁড়েও নয় নয় ক্রয় করা কো...
-
মধু মাসে --------- মাষ্টার মোহাম্মদ সেলিম ( মাত্রাবৃত্ত-৪+৪+৪+৪) মধু মাসে মধু ফল দেহে বাড়ে বেশি বল। আম, জাম, আনারস যত চিপে...




