Thursday, 26 March 2020

https://www.facebook.com/profile.php?id=100005339956093

তুমি বরং দূরেই থাকো

  -মতিউর রহমান(মিঠু)
**********************
তুমি বরং দূরেই থাকো
আরো বাড়ুক তোমায় চাওয়া।
হারিয়ে যদি যায় এ তৃষা?
হয়ে গেলে তোমায় পাওয়া!
- তারচে' বরং দূরেই থাকো
তৃষ্ণাটুকু বেঁচে থাকুক।
তোমায় চাওয়ার কাতর হাওয়ায়
হৃদয়টুকু সজীব থাকুক।
- পেয়ে গেলে যায় যদি মিটে,
যায় যদি তৃষ্ণার আগুন নিভে,
তবে কয়লা মাঝের হীরক ফোঁটা
যাবে কাঁচের টুকরোতে ফেঁটে।
- এরচেয়ে দূরেই থাকো
দূর সে সুরমা নদীর ধারে!
দুই তৃষিতের আত্মা বাজুক
কলঙ্কিনীর হৃদমাঝারে।
- দূর থেকেই চলবে প্রণয়
আত্মার প্রেমের নেই কোনো ক্ষয়।
হতে দূরত্বের প্রেমের সাঁকো
তুমি বরং দূরেই থাকো।


Monday, 23 March 2020

 দেখা হবেনা এ বসন্তে

*************************

হে বালিকা.......🙍‍♀️ দেখা হবে না এ বসন্তে?
পথের ধারে যে লাল হয়ে কৃষ্ণচুড়া ফুটেছে, 
দেখেই যেনো মনে এক কঠিন ভালোবাসা জমে গেছে। 

 হে বালিকা.....🙍‍♀️ দেখা হবেনা এ বসন্তে? 
পলাশ শিমুলে নেই কোন সুগন্ধি সুভাস, 
তবুও যেনো তার মায়ায় আশক্তি হয়ে পড়ি!!✅✅

              📚️️-মতিউর রহমান (মিঠু)।

Saturday, 14 March 2020

কোন বারুদে অগ্নি বেশি
কোন ফাগুনের ফুল!!
কোন কথা'টা শুদ্ধ বেশি
কোন কথা'টা ভূল।
হাতের মুঠো লক্ষ তাঁরা
একটি তাঁরাও যাইনি ধরা,
কেউ বলেনা কেমন আছো         
কোন শাখাতে ফুল গুজেছো।
কোন পাখিটা সুখী ভীষন
কোন পাখিটা দুঃখী,
কোন আঁখি'টা সুখী ভীষন
কোন নদী' টা দুঃখী।
বুকের কাছে আলতো এসে
লাজুক চোখে ভালবেসে,
একটি বার ও কেউ বলেনা
তোমার জীবন হবে সুখী।

Wednesday, 11 March 2020

**সাধারণ-ছেলে**

---------------------------------

আমিতো সাধারণ ছেলে ছিলাম,
না পারতাম স্মার্ট হয়ে থাকতে
না পারতাম গুচিয়ে কথা বলতে।
তুমি এলে জীবনে কথোপকথন হয়ে,
এই তুমি টি-শার্ট পড়োনা কেনো?
পেন্ট পড়োনা কেনো?
মাথার চুলগুলো এলোমেলো কেনো?
স্কয়ার কাটিং দাওনা কেনো?
আজকেই চুলগুলো কাটিং করবে,,
গোসল শেষে নিজেকে পরিপূূর্ণ করো,
কি ব্যাপার হাতে ঘড়ি দিবানা,
না দিলে কিন্তু তোমার সাথে আড়ি,,
শিখলাম তো সবই,
অপেক্ষায় আছি আজও দাড়িয়ে
এরই মাঝে তুমি গেলে চলে,
আমি সব কিছুতেই খুজে বেড়ায় হন্য হয়ে।
তবুও পাইনা খুজে তোমাকে হৃদয়ের পাজরে

👉 -মতিউর রহমান

kobita7day.blogspot.com

Monday, 9 March 2020

সাহিত্যকলা

তুমি শরৎকাল এসো

-এম আর মিঠু।

******************
তুমি শরৎকাল এসো,
আমি কাঁশ বনে তোমার অপেক্ষায় থাকবো।
তুমি কিন্তু-
গোধুলি রঙের জামা পড়ে আসবে,
আর আমি আসবো মিষ্টি রঙের পাঞ্জাবি পড়ে।

দুজন মিলে কাঁশবনে লুকোচুরি খেলবো
আমাদের লুকোচুরি খেলা দেখে,
কাঁশফুল গুলো হেলে দুলে নাচ করবে
আর বাতাসে তোমার চুল গুলো এলোমেলো ভাবে উড়বে।

তোমার এলোমেলো চুল গুলো ঠিক করে দিব আমি
আর আমি তোমার কাঁধে মাথা রাখবো,
কাঁশবনের ধারে বয়ে যাওয়া নদীতে
নৌকায় ঘুরবো দু'জন।

শীতল হিমেল হাওয়া বইবে চারদিকে
তুমি খালি গলায় গান ধরবে, 
আমি মুগ্ধ হয়ে শুনবো 
তোমার গাওয়া রোমান্টিক গান।

                                 

Wednesday, 4 March 2020

You come in the autumn
***-***-***-***-***-***-***
You come in the autumn,
I will be waiting for you in the bronze forest. But you come in a sweet dress, And I'll come in white Punjabi. 
Together I play hide and seek in the bronze forest,Watching us play hide and seek.
The bronze flowers will dance in the heels. And in the air, your hair will fly randomly.
I'll fix your random hair, And I'll put your head on your shoulder.
 Bronze in the river flowing along the forest; Two guys on the boat, Himel breeze around. You would just sing in the throat, I will be fascinated to hear you sing romantic songs.
                             
-Motiur Rahman.✔️✔️

ডাকবাক্স

প্রিয় (এস), -এম আর মিঠু। অবশেষে শহর ছাড়ছি। কোথায় যাব ঠিক করিনি। তোমার কথা মনে হলেই বারবার মনখারাপি এসে হানা দিচ্ছে দুয়ারে। আচ্ছা, হারিয়ে যাও...