তুমি বরং দূরেই থাকো
-মতিউর রহমান(মিঠু)**********************
তুমি বরং দূরেই থাকো
আরো বাড়ুক তোমায় চাওয়া।
হারিয়ে যদি যায় এ তৃষা?
হয়ে গেলে তোমায় পাওয়া!
- তারচে' বরং দূরেই থাকো
তৃষ্ণাটুকু বেঁচে থাকুক।
তোমায় চাওয়ার কাতর হাওয়ায়
হৃদয়টুকু সজীব থাকুক।
- পেয়ে গেলে যায় যদি মিটে,
যায় যদি তৃষ্ণার আগুন নিভে,
তবে কয়লা মাঝের হীরক ফোঁটা
যাবে কাঁচের টুকরোতে ফেঁটে।
- এরচেয়ে দূরেই থাকো
দূর সে সুরমা নদীর ধারে!
দুই তৃষিতের আত্মা বাজুক
কলঙ্কিনীর হৃদমাঝারে।
- দূর থেকেই চলবে প্রণয়
আত্মার প্রেমের নেই কোনো ক্ষয়।
হতে দূরত্বের প্রেমের সাঁকো
তুমি বরং দূরেই থাকো।



