Sunday, 19 April 2020

কবিতা

[]আমি আসলেই স্বার্থপর[]
     -ইস্রারাফিল শিকদার
----------------------------------------

আমি আসলেই স্বার্থপর!

আমি নিজের স্বার্থের জন্য শুধু
           মা-বাবা,ভাইবোনদের পাশে রয়েছি,

আমার জীবনের প্রতিটা মূহুর্তে
      প্রতিটা নিঃশ্বাসে তোমাদের নিয়ে ভাবনা। 

হ্যাঁ আমি বড়ই স্বার্থপর!

            আমি হয়তো অনেক বড়
অপরাধ করে ফেলেছি,
            তোমাদের সবাইকে  ভালবেসে।

            সবাইকে নিজের করে চেয়েছি বলে
জীবনের হয়তো সব থেকে বড় ভূল
            করেছি, তোমাদের পাশে থেকে।

হ্যাঁ আমি স্বার্থপর!

             আমার এই ভুল টা হয়তো এই জন্মে
আর শোধরানো যাবে না,
              কারণ, আমি হয়তো কোনদিনই
তোমাদের ছেড়ে থাকতেই পারবো না।

হ্যাঁ, আমি সত্যিই বড় স্বার্থপর!

আমি কখনো শৈশবকে সাত/আট'টা    
    ছেলেদের মত ইনজয় করতে পারেনি, 
আমি সত্যিই হতবাক স্বার্থের আড়ালে     
       কাউকে চাইতে পারেনি।
 
তাহলে আমার চেয়ে স্বার্থপর মানুষ কি দুনিয়ায় আছে?



ডাকবাক্স

প্রিয় (এস), -এম আর মিঠু। অবশেষে শহর ছাড়ছি। কোথায় যাব ঠিক করিনি। তোমার কথা মনে হলেই বারবার মনখারাপি এসে হানা দিচ্ছে দুয়ারে। আচ্ছা, হারিয়ে যাও...