ঝড় বৃষ্টিরা চক্ষুহীন
~মতিউর রহমান।
----------------------------------
বৈশাখীর মাঝে কি দরকার ঝড় বৃষ্টির....
তুমি বারণ করলেই পারতে একাধিকবার;
আমিযে সহস্রবারের অধিক বারণ করেছি,
তবুও কালবৈশাখী'রা আমার কথা রাখেনি।
কৃষকেরা আজ মনঃক্ষুণ্ণ হৃদয়ে সোনালী ফসল তুলছে ঘরে।
আজ আমার মন ভাল নেই, ভাল নেই চির ধরা নীল আকাশ।
বজ্রপাত'রা ডাকছে হুড়মুড়িয়ে,,
হে বৈশাখ.......
তুমি নয় যেনো
কাল বৈশাখী রুপে এসেছো কাল নাগিনী হয়ে।
ঘুমন্ত রাতে জানালা খুলেই দেখি
ঝড় গুলো যেনো ছন্দহীন ভাবে বৃক্ষবটে টনক নাড়ছেন।
আলোহীন আঁধার! আচমকা ঝাপসা,,
আকাশের বুকে চিড় ধরা বিজলি,
এযেনো নতুন এক ভয়ংকর রুপে পরিণত।
হঠাৎ করে প্রবল ঝড়ের মাঝে বিচ্ছিন্ন অপারেটর কালেকশান,
কিছুতেই কথোপকথন হয়নি দুজনের মাঝে,,
বৈশাখীর আঁধার হওয়াটাই কিছু লোকের মাঝে অস্বাচ্ছন্দ্যবোধ মনে হয়,
তবে আমার বেশ স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় ঝড় বৃষ্টির আবেগটুকু।
হয়তো অনেকের মন ভেঙ্গেছে বৈশাখী ঝড়ের ধমকা হাওয়া।
তবে আমার নয়!! আমিতো বেশ আছি।
আমি নিজেকে বৈশাখীর হাতে সপে দিতে চাই শূণ্য প্রণয়ে। তোমার জন্য মিশতে পারিনা ভয়ে,কাপে বুক থরথরে। কালবৈশাখী তুমি ফিরে যাও তোমার গন্তব্যস্থানে।
আমি বহুবার চেষ্টা করেও পারেনি মিশে যেতে চিড় ধরা মেঘলা দিনে,,
কেনো সহ্য করতে পারিনা আলোহীন আঁধারে বিজলী কাঁটা আকাশের ডাক।
আমিযে বারণ করলাম তোমার দৃষ্টি কোণের অগোচরে , তবুও কেনো সিক্ত নয়নে জল পড়ার আবেগ রাখো ক্ষনেক্ষনে।
তবে কি আবার আসিবে ফিরে কালনাগিনীর বেশে?
আমি আর করবোনা না'গো বারণ......
প্রকৃতির প্রজাতিরা করতে পারেনি আহরণ,
বৈশাখ বলেই তো আজ ঝড় বৃষ্টিরা চক্ষুহীন
আবেগে দৃষ্টির চারপাশে দিশীহারা।
Motiur Rahman//http://kobita7day.blogspot.com