Wednesday, 27 May 2020

(((ছন্দ-আনন্দ)))

 *** অজুহাত ***

~মতিউর রহমান(মিঠু)।


চলতে গেলে জানতে হবে
মানুষ বহুরোপী,
হঠাৎ করে নেইকো পথে
আমার সঙ্গ তুমি?
কে এসেছে কে বেসেছে
তোমার নৃত্যগীতি,
মানুষ নামে চারুকলায়
দেখাও সাধুগিরি।
মানুষ তুমি ঠিকই আছো
দিচ্ছো কষ্টেরগ্লানি,
তোমারও তো দুহাত আছে
অজুহাত করো ছানি।
দুইয়ের সাথে পেলাম আরেক
মানুষের হাতখানি,
সীমাহীনপ্রায় ঐসব ব্যাক্তি
সভ্য কাজে দুয়েক বাণী।
এক মানুষের কয়খানা হাত
সবই তোমরা জানো,
দেহের সাথে বাম-ডান হাত
অজুহাত কই গেলো?

Sunday, 24 May 2020

((( ছন্দ - আনন্দ )))

          *নিশাচর*

       ~এম আর (মিঠু)।
----------------------------------------

রাত যখন নিঝুম হয়, নিস্তব্ধ হয় পৃথিবী,,
ঘুমিয়ে পড়েছে সকল মানুষ, জেগে রয়েছি আমি। কালবৈশাখী আসে ত্যারে, নিস্তব্ধতা ভাঙ্গে সবে,,
বাঁকা চাঁদ উকি মারে, মেঘের ভেলার ফাঁকে।
মেঘের সাথে চলছে যখন,  আলো আঁধারির খেলা,,
গগণ জুড়ে বসেছে তখন, লক্ষ তাঁরার মেলা।
বিলের জলে ভাসছে যখন, রূপালী জোছনার আলো,,
মনোরম এই প্রকৃতিতেই, শাপলা ফুলেই ভালো।
এরই সাথে যুক্ত হয়েছে, তাঁরাদের নিভু নিভু আলো,,
কে বলবে 'গো' আঁধারের রূপ, লাগে বড় কালো?
নিশাচর পশুরা বেরিয়ে পড়েছে, খাবারের সন্ধানে,,
নদীর পানি ফুলে উঠেছে,  জোয়ারের প্লাবনে।
বাতাস যখন বয়ে চলে, বনের ভিতর দিয়ে,,
বনের বৃক্ষ শামিল হয়,  মর্মর ধ্বনি দিয়ে।
এরই মাঝে একাকী আমি, উদ্দেশ্যহীন হেঁটে যাই,,           নির্জনতার মাঝেই আমি, নিজেকেই খুঁজে পাই।


Friday, 22 May 2020

(((ছন্দ-আনন্দ)))

🧍‍♀️"নীলাবতী"🧍‍♀️

 ~এম,আর (মিঠু)
 -------------------------
ভিতর'টা যত অংশেই বিচ্ছেদ করিনা কেন তুমিহীনতার অবকাশ নাই,
হৃদয়ের প্রতি কোণায় কোণায় প্রতি অংশে বেলা শেষে.....          শুধু তোমাকেই দেখতে পাই।
মান অভিমানে দূর্ণামে অযত্ন পরিণামে যতবেশী দূরে থাকতে চাই,
দিন শেষে ফিরে আসি অভিমানী বারোমাসী বারবার তোমাতেই হারায়।
নীল নীলে নীলাচল নীলান্তের নীলাম্বরি নীল রঙে তোমাকে দেখতে চাই,
নীল আকাশের নিচে নীলাবতী মায়াবতী আমার আমিতে তুমিহীন কিছু নাই।
তোমার নিঃশ্বাসে দীর্ঘশ্বাসে শ্বাসে প্রশ্বাসে নিজের সময় গুলি সাজাই।
বুঝেও বুঝো না দেখেও দেখো না অভিমানে নিজেকে রাঙ্গাই,
পাঁজরের ভাঁজে রক্তকণায় আছো মিশে কি করে তোমাকে ভুলে যাই।
ভিতরের ঘরে পুরো সত্তা জুড়ে তোমার বসবাস, কোন অজুহাতে তোমাকে আমি বুঝাই ??

fb: https://www.facebook.com/profile.php?id=100005339956093

Thursday, 21 May 2020

(((ছন্দ-আনন্দ)))

  • কতোটা বেসেছো ভালো 

  •     ~মতিউর রহমান
-------------------- ------------------ ------------------

কতোটা ঢুকেছো বুকের গভীরে,কতোটা বেসেছো ভালো
খুব কাছে থেকে দেখলে বুঝতে,হৃদয়টা অগোছালো।
কতোটা বুঝেছো দৃষ্টি হেনে,কতোটা ঝরিয়েছো জল
দেখার চোখে দেখলে বুঝতে,নেই কেন মনোবল।
খোলা চোখে যা দেখা যায়,তাই হয় স্বতঃসিদ্ধ
কেউ জানেনা বুকের গভীরে,হৃদয় কতোটা দগ্ধ।
সত্যি করে দেখতে যদি,হৃদয়ের চোখ খুলে
মান অভিমান, চাওয়া পাওয়া,থাকতে কি আর ভুলে।
কতোটা নিয়েছো মনের খবর,কতোটা এসেছো কাছে
খুব কাছে এলে বুঝতে তখন,রয়েছি তোমারই পাশে।
এক জীবনে হৃদয় ছুঁতে, কে আর কতোটা পারে
দেখতে যদি হৃদয়ের চোখে, বুঝে নিতে একবারে।
যতোটা দেখেছো যেটুকু বুঝেছো,কতোটা পেরেছি মানতে
নিরালায় একা ভাবতে যদি, পারতে কিছুটা জানতে।
কতোটা ঢুকেছো বুকের গভীরে, কতোটা বেসেছো ভালো
খুব কাছে থেকে দেখলে বুঝতে, হৃদয়টা অগোছালো।

                           নান্দাইল,ময়মনসিংহ।


 fb:Motiur Rahman(মিঠু).


Tuesday, 19 May 2020

কবিতা

    (((মিথ্যে প্রণয়)))

     ~মতিউর রহমান
====================

এসেছিলো প্রেম মোর -ছায়া বটমুলে
            ফুটেছিল কলি সব - হৃদয় কাননে,
   মালাসব গাঁথা ফুলে - নিপুণ  বুননে
           প্রমত্ত প্রণয়  হৃদ     - নদী কাঁশফুলে।
   জোছনার মৃদু আলো - নয়ন যুগলে
              মিটিমিটি তাঁরা প্রভা  - সুদূর গগনে,
 পুলকিত  যুগ্ম বন্দি   - মাতম বাগানে
              উষ্মদেহ ঢলে মোর - হৃদয়  কমলে।
বৈশাখের কালোমেঘ - ভেঙে দেয় বাসা
           সবকিছু  নিয়েগেছে - স্মৃতিটুকুও কাঁদা।
    প্রণয় ছলনা মধু  - মিথ্যে  ভালোবাসা
              মরীচিকা, অভিলাষ - নেই মোর ঠাঁসা।
   নষ্টা-লজিক  জীবন  - ছলনার  আশা
            থেকে থেকে তাই দেহে -বেঁধে ভালবাসা।

Saturday, 9 May 2020

কবিতা

 ঝড় বৃষ্টিরা চক্ষুহীন

   ~মতিউর রহমান।
 ----------------------------------
বৈশাখীর মাঝে কি দরকার ঝড় বৃষ্টির....
তুমি বারণ করলেই পারতে একাধিকবার;
আমিযে সহস্রবারের অধিক বারণ করেছি,
তবুও কালবৈশাখী'রা  আমার কথা রাখেনি।
কৃষকেরা আজ মনঃক্ষুণ্ণ হৃদয়ে সোনালী ফসল তুলছে ঘরে।

 আজ আমার মন ভাল নেই, ভাল নেই চির ধরা নীল আকাশ।

বজ্রপাত'রা ডাকছে হুড়মুড়িয়ে,,
হে বৈশাখ.......
তুমি নয় যেনো কাল বৈশাখী রুপে এসেছো কাল নাগিনী হয়ে।

 ঘুমন্ত রাতে জানালা খুলেই দেখি ঝড় গুলো যেনো ছন্দহীন ভাবে বৃক্ষবটে টনক নাড়ছেন।
 আলোহীন আঁধার! আচমকা ঝাপসা,,
 আকাশের বুকে চিড় ধরা বিজলি,
এযেনো  নতুন এক ভয়ংকর রুপে পরিণত।
 হঠাৎ করে প্রবল ঝড়ের মাঝে বিচ্ছিন্ন অপারেটর কালেকশান,
কিছুতেই কথোপকথন হয়নি দুজনের মাঝে,,
বৈশাখীর আঁধার হওয়াটাই কিছু লোকের মাঝে অস্বাচ্ছন্দ্যবোধ মনে হয়, তবে আমার বেশ স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় ঝড় বৃষ্টির আবেগটুকু।
 হয়তো অনেকের মন ভেঙ্গেছে বৈশাখী ঝড়ের ধমকা হাওয়া।

তবে আমার নয়!! আমিতো বেশ আছি।

 আমি নিজেকে বৈশাখীর হাতে সপে দিতে চাই শূণ্য প্রণয়ে। তোমার জন্য মিশতে পারিনা ভয়ে,কাপে বুক থরথরে। কালবৈশাখী তুমি ফিরে যাও তোমার গন্তব্যস্থানে।
 আমি বহুবার চেষ্টা করেও পারেনি মিশে যেতে  চিড় ধরা মেঘলা দিনে,,
কেনো সহ্য করতে পারিনা আলোহীন আঁধারে বিজলী কাঁটা আকাশের ডাক।
 আমিযে বারণ করলাম তোমার দৃষ্টি কোণের অগোচরে  , তবুও কেনো সিক্ত নয়নে জল পড়ার আবেগ রাখো ক্ষনেক্ষনে।

 তবে কি আবার আসিবে ফিরে কালনাগিনীর বেশে?

আমি আর করবোনা না'গো বারণ......
প্রকৃতির প্রজাতিরা করতে পারেনি আহরণ, 
বৈশাখ বলেই তো আজ ঝড় বৃষ্টিরা চক্ষুহীন আবেগে দৃষ্টির চারপাশে দিশীহারা।

Motiur Rahman//http://kobita7day.blogspot.com 

ডাকবাক্স

প্রিয় (এস), -এম আর মিঠু। অবশেষে শহর ছাড়ছি। কোথায় যাব ঠিক করিনি। তোমার কথা মনে হলেই বারবার মনখারাপি এসে হানা দিচ্ছে দুয়ারে। আচ্ছা, হারিয়ে যাও...