Thursday, 18 June 2020

ছন্দালয়

-তুমি শুধু একলা আমার

      ~এম আর (মিঠু)।
--------------------------------------
তুমি শুধু একলা আমার প্রোপোজ টুকু থাক,
মন-কাননে স্বপ্ন ফুটুক দুঃখ নিপাত যাক।
একটা গোলাপ থাকনা ফুটে ছোট্ট কাঁটা গাছে,
পূব আকাশে সূর্যের কিরণ ঝিলিক ঝিলিক মারে।       সূর্য্যিমামার আকাশটা হোক নীলচে রঙের ঘুড়ি,
ইচ্ছেমতির মনে নামুক বৃষ্টি গুড়িগুড়ি।
স্বংকল্পিত মনের রাজ্য থাকনা মিছে মায়া
অবাক করা সুখের ভাবনা শ্রাবণ মেঘের ছায়া।

Wednesday, 17 June 2020

ছন্দালয়

-তুমি শুধু একলা আমার

       ~এম আর (মিঠু)।
--------------------------------------
তুমি শুধু একলা আমার প্রোপোজ টুকু থাক,
মন-কাননে স্বপ্ন ফুটুক দুঃখ নিপাত যাক।
হৃদয়ের বাগানে হরেক রকম ফুল,
বড়লোকের মেয়ের সাথে প্রেম করাও ভুল।
একটা গোলাপ থাকনা ফুটে ছোট্ট কাঁটা গাছে,
পূব আকাশে সূর্যের কিরণ ঝিলিক ঝিলিক মারে।       সূর্য্যিমামার আকাশটা হোক নীলচে রঙের ঘুড়ি,
ইচ্ছেমতির মনে নামুক বৃষ্টি গুড়িগুড়ি।
স্বংকল্পিত মনের রাজ্য থাকনা মিছে মায়া
অবাক করা সুখের ভাবনা শ্রাবণ মেঘের ছায়া।

Tuesday, 9 June 2020

ছন্দালয়


★আমাকে ভালবাসোনি★

   ~মতিউর রহমান(মিঠু)।


আমি জানি তুমি আমাকে ভালবাসোনি,
ভালবাসোনি বন্ধুত্ব কিংবা নিজের বলা লাভ স্ক্র্যাপ।
হয়তো নতুন কেউ অভিবাধনে উকি দিচ্ছে,
আমিও দূরথেকে  মায়ার বাধন একপ্রান্তে আগলে রেখে তোমাকে  অভিরাম জানাচ্ছি।

____আর,
_____হুম।

খুব দেখতে ইচ্ছে করছিলো এন্ড কথা বলতে ইচ্ছে করছিলো।
আরকিছু বলার নেই, বলার নেই কাব্যংশের বর্ণনা দিয়ে লেখা।
শুধুই পরিহাস পেলাম অন্তবর্তীকাল অবশিষ্ট ১রচনায়।
____বেশ তো !!

আমি না হয় রচনার সূচনাদায়ী থেকে দূরাবস্থায় একাকিত্বটাকেই বেছে নিলাম উপসংহার।
____আর,

তুমি না হয় স্বপ্নটাকেই আগলে রেখো অভিবাধনের কাঁচের দেওয়ালে।


Monday, 1 June 2020

(((ছন্দ-আনন্দ)))



































কবিতায় কি প্রেম হয়

-------++-------++-------

অযথাই কবিতা লিখি
কেউ পড়বে,হাসবে,কাঁদবে
আমায় ভালোবাসবে কি?
ভালোবাসা ছাড়া কি কবিতা হয়?
আচ্ছা হলো নাহয়,
সেই কবিতায় থাকে কি প্রাণের সঞ্চয়।
কত কবিতায় কত প্রেম দিয়েছি ঢেলে
কই তবুও তো কেউ ডাকেনি আমায়
ভালোবেসে হে প্রিয় বলে।
আর কত কবিতায়, কত উপমায়
কত তরুণীর কাজল দিয়েছি লেপে,
কেউ ভালোবাসেনি
শুধু গাল দিয়েছে খেপে।
কত আবেগে শতাধিক কবিতা সাজাই
কেউ কোনোদিন ভালোবাসেনি।
তবু লিখছি অযথাই!
সব কবিতা যে বৃথা গেছে তা নয়,
কত কামিনী, যামিনী
আমার কবিতার প্রেমে লাইলী হয়েছে
তবে আমায় দেখে নয়।
অবশেষে এই কবিকে দেখে
চমকে উঠে ধমকে বলে,
এই কুৎসিত বদন কিভাবে কবিতা লিখে?
তারপর,কখনো প্রেমিক হওয়া হয়নি আর,
শুধু কবি হয়েই বেচে আছি।


ডাকবাক্স

প্রিয় (এস), -এম আর মিঠু। অবশেষে শহর ছাড়ছি। কোথায় যাব ঠিক করিনি। তোমার কথা মনে হলেই বারবার মনখারাপি এসে হানা দিচ্ছে দুয়ারে। আচ্ছা, হারিয়ে যাও...