-তুমি শুধু একলা আমার
~এম আর (মিঠু)।
--------------------------------------তুমি শুধু একলা আমার প্রোপোজ টুকু থাক,
মন-কাননে স্বপ্ন ফুটুক দুঃখ নিপাত যাক।
একটা গোলাপ থাকনা ফুটে ছোট্ট কাঁটা গাছে,
পূব আকাশে সূর্যের কিরণ ঝিলিক ঝিলিক মারে। সূর্য্যিমামার আকাশটা হোক নীলচে রঙের ঘুড়ি,
ইচ্ছেমতির মনে নামুক বৃষ্টি গুড়িগুড়ি।
স্বংকল্পিত মনের রাজ্য থাকনা মিছে মায়া
অবাক করা সুখের ভাবনা শ্রাবণ মেঘের ছায়া।


