গোধূলির প্রজাপতি
-এম আর মিঠু।
================
খোলা আকাশে নিচে শূণ্য বৃত্তান্ত
আলো ছেঁড়া ঠোঁট জটিল রেখার নদী,
কিছু আকাশ, যামিনী, জয়নুল
কয়েকটি মৃত ফুল, নীল ভ্রু।
কিছু বিষাদ গোধূলির প্রজাপতি
কাঁটাতারের ফাঁকে ভোরের আলো,
কিছু মেঘ, বৃষ্টি, ভাঙা জ্যোৎস্না
কিছুটা লালন-হেমন্ত-সন্ধ্যা।
কিছু বিষণ্ন বেহালা
কিছুটা মলিন ভূল সুর,
কিছুটা দুর্বোধ্য তোমার ছায়ার অনুবাদ
ধীরপায়ে ফিরে ফিরে হেঁটে যাওয়া।
তুমি না ফেরা স্পর্শের শব্দ
রাতের তাঁরাগুলোর মিষ্টি হাসি,
নিভৃতে থাকা চোখের পলক
সব যেনো বিষাদ এক নীলচে রঙ।

No comments:
Post a Comment