Tuesday, 31 January 2023

ছন্দালয়

একদিন এসো প্রিয়া


-এম আর মিঠু।

=======================


একদিন এসো প্রিয়া জয়নুলের আবেদিন পার্কে, 

চারিদিকে তৃণ সবুজের সুঘ্রাণে মন মাতিয়ে যাবে।


কুয়াশার আঁধারে ঢাকা সকাল কনকণে হিমহিম বাতাস, 

শিশিরে ভেজা ফুলের পাপড়ীফুল বনে বনে ভ্রমরার গুনগুনানি।


শীতের শিশির–ঝরা প্রভাতে নগ্ন পা ভেজাব দুজনে মিলে

বিন্দু বিন্দু শিশির জলে,

সরিষা মটর ফুল মৌমাছির গুঞ্জণে হারিয়ে যাব ভালোবাসার স্রোতে।


উঠানভরা ছড়ানো সোনালি ধান এসো নতুন ধানের ঘ্রাণ শুকে,

নতুন চালের পিঠার থালা হাতে হাত বাড়িয়ে থাকব দাঁড়িয়ে।

No comments:

ডাকবাক্স

প্রিয় (এস), -এম আর মিঠু। অবশেষে শহর ছাড়ছি। কোথায় যাব ঠিক করিনি। তোমার কথা মনে হলেই বারবার মনখারাপি এসে হানা দিচ্ছে দুয়ারে। আচ্ছা, হারিয়ে যাও...