"ভালোবাসি প্রিয়ন্তী"
-এম আর মিঠু।
---------------------------------------
যদি অন্তহীন অপেক্ষার নাম ভালোবাসা হয়,
তবে কোনো সন্দেহ নেই, আমি তোমাকে ভালোবাসি।
যদি প্রতিনিয়ত সংগোপনে লালন করার নাম ভালোবাসা হয়,
তবে কোনো সংশয় নেই,আমি তোমাকে ভালোবাসি।
যদি আত্নার সবটুকু সন্তুষ্টি বিসর্জন দিয়ে মঙ্গল কামনার নাম ভালোবাসা হয়,
তবে অকুণ্ঠ দৃঢ় চিত্তে বলি আমি তোমাকে ভালোবাসি।
ভালোবাসি ওই মুক্ত আকাশে উড়ে যাওয়া এক ঝাঁক পাখির মাঝে সেই দলছুট পাখিটির মত,
যে সব ছিন্ন করে তোমার আকাশে একলা উড়ি,
ভালোবাসি তোমার হাতে ধরে রাখা নাটাইয়ে মুক্ত আকাশে উড়িয়ে দেয়া যেন সেই ফিরে আসা ঘুড়ি।
ভালোবাসি নিভৃতে, ভালোবাসি যতনে,
ভালোবাসি সংগোপনে, ভালোবাসি আপন মনে,
ভালোবাসি শুধু তোমাকে হে প্রিয়ন্তী।
No comments:
Post a Comment