প্রথম সুখের অনুভূতি
-এম আর মিঠু।
========================
টুকে রাখা নেই ডায়েরির পৃষ্ঠায়
তবু ভাসে অবিরাম মনের ক্যানভাসে,
সেদিনের অমলিন সে সুখ স্মৃতিগুলো
উঁকি দিয়ে মনে বারবার ফিরে আসে।
প্রথম সে সুখানুভূতি ভুলবার নয়
কেউ ছুঁয়ে দিয়েছিল এ অন্তর,
অ্যালার্ম হয়ে আজও বেজে ওঠে ক্ষণে
সুখের তরিতে ভেসে আসেনি ঘুম রাতভর।
চুম্বকের দুঠোঁটে ফোটেনি কথার ফাল্গুনী ধারা
সংকোচ হাত দুটি ছিল তার হাতে,
অজানা সুখের আহ্লাদে ভরেছিল মন
হারিয়েছে কি আজ সেদিনের সে সুখপ্রাতে?
No comments:
Post a Comment